ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারধারী পরিচালক নির্বাচনে অংশ নিচ্ছেন চারজন

প্রকাশিত: ০৫:১০, ১৫ মার্চ ২০১৭

শেয়ারধারী পরিচালক নির্বাচনে অংশ নিচ্ছেন চারজন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে লড়াইয়ের জন্য এখন পর্যন্ত চারজন মনোয়নপত্র কেউই প্রত্যাহার করেননি। ফলে জমজমাট একটি ভোটযুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা হলেনÑ কান্ট্রি স্টক বাংলাদেশ হাউসের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ, ধানম-ি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, র‌্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূইয়া এবং সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান। নির্বাচনে বিজয়ী দুইজন বর্তমান পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং খাজা গোলাম রসুলের স্থলাভিষিক্ত হবেন। ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২১ মার্চ পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য ইতোমধ্যে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এদিকে শেয়ারধারী পরিচালক পদে নির্বাচনকে ঘিরে ডিএসইর শেয়ারধারী বা ট্রেক হোল্ডারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছেন। এছাড়া বয়োজ্যেষ্ঠ সাবেক নেতারা নেপথ্যে থেকে ভবিষ্যত নেতৃত্ব বাছতে ব্যস্ত সময় পার করছেন। টেলিফোনে বা সরাসরি ভোটে অংশ নেয়া প্রার্থীরা ভোটের জন্য ভোটারদের কাছে যাচ্ছেন। এছাড়া নিজেদের পছন্দের প্রার্থীদের জেতাতে সাবেক নেতারা বরাবরের মতোই মাঠে নেমেছেন। স্টক একচেঞ্জ ডিমিউচুয়ালাইজড হয়ে যাওয়ার পরে শেয়ারধারী পরিচালকদের কার্যক্ষমতা কমে গেলেও নির্বাচনের তোড়জোড় দেখে মনে হয় না, পদটি খুব বেশি গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে ডিএসইর এই নির্বাচন নিয়ে বিনিয়োগকারীদের মাঝে খুব বেশি আগ্রহ নেই। তাদের মতে, নির্বাচিত এইসব নেতারা বাজারে খুব বেশি ভূমিকা রাখতে পারে না। কারণ কে জিতলো আর কে হারলো তাতে কারও মাথা ব্যথা নেই।
×