ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় এমিরেটসের ব্যবসায় ধস

প্রকাশিত: ০৭:০৭, ১৪ মার্চ ২০১৭

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় এমিরেটসের ব্যবসায় ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষিদ্ধে নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের ব্যবসায় ধস শুরু হয়েছে। আমিরাতের এই বিমানসংস্থা বলছে, গত জানুয়ারিতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের সিট বুকিং কমেছে। সংযুক্ত আরব আমিরাতের এই বিমানসংস্থার প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ধকল এখনো কেটে উঠতে পারেননি তারা। বার্লিনে আইটিবি ভ্রমণ মেলায় অংশ নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্ক সাংবাদিকদের বলেন, প্রথম মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে রাতারাতি ৩৫ শতাংশ বুকিং কমে যায়। এটি তাৎক্ষণিক প্রভাব ছিল। সমস্যায় জর্জরিত মংলা সমুদ্রবন্দর অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা। কন্টেনারবাহী জাহাজ খুবই কম, নাব্য সঙ্কট আর কন্টেনার হ্যান্ডলিংয়ের যন্ত্রপাতির অভাবে তৈরি হয়েছে এ অচলাবস্থা। এতে খুলনা অঞ্চলের পাট ও চিংড়িসহ অন্যান্য পণ্য রফতানিকারকরা দ্বারস্থ হচ্ছেন চট্টগ্রাম বন্দরের। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি হচ্ছে সময়ক্ষেপণও। এছাড়া রাজস্ব হারাচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষ। মংলা বন্দরে ২০১৩-১৪ অর্থবছরে কন্টেনারবাহী বিদেশী জাহাজ এসেছিল ৭২টি। এরপর তা কমতে শুরু করেছে। ২০১৪-১৫ সালে ৬৭টি এবং ২০১৫-১৬ সালে আসে ৪৬টি জাহাজ। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে এসেছে মাত্র ২৪টি। বিদেশী জাহাজে আসা কন্টেনারগুলো খালি করার পর সেগুলোতে রফতানিপণ্য পাঠান ব্যবসায়ীরা। কিন্তু মংলায় জাহাজ সঙ্কটের কারণে এ অঞ্চলের রফতানিকারকরা চিংড়ি ও পাট রফতানির জন্য ছুটছেন চট্টগ্রাম বন্দরে।
×