ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬ উঃ কোরীয় কর্মকর্তা জড়িত

ন্যাম হত্যাকাণ্ড রাষ্ট্র পরিচালিত সন্ত্রাস॥ চিওল

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ন্যাম হত্যাকাণ্ড রাষ্ট্র পরিচালিত সন্ত্রাস॥ চিওল

জনকণ্ঠ ডেস্ক ॥ উত্তর কোরিয়ার পররাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা কিম জং-ন্যাম খুনের ঘটনায় জড়িত বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। ন্যাম খুনে যে সন্দেহভাজনদের সন্ধান করা হচ্ছে সে তালিকায় ওই কর্মকর্তাদের নাম আছে বলে জানিয়েছেন সিউলের দুই আইনপ্রণেতা। খবর ইয়াহু নিউজের। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা লি চিওল-উও বলেন, এ ঘটনায় সন্দেহভাজন আট জনের মধ্যে চার জন উত্তর কোরিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের এবং দুই জন যারা মূলত অভিযান বাস্তবায়নে কাজ করেছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী। এ কারণেই এটি একটি রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসী কার্মকা-। যেটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি পরিচালনা করেছে। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের টার্মিনালে একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় অসুস্থ হয়ে পড়ে মারা যান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং- ন্যাম। শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা বলা হলেও পরে মালয়েশিয়া পুলিশ জানায়, ভিএক্স নার্ভ এজেন্ট’ এর বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। এই হত্যার ঘটনায় এক কূটনীতিকসহ আট উত্তর কোরীয় নাগরিককে খুঁজছে মালয়েশীয় তদন্তকারীরা। এদের মধ্যে একজন আটক হয়েছে। চারজন উত্তর কোরিয়ার পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অপর দু’জন এখনও মালয়েশিয়ায় আছেন বলে মনে করা হচ্ছে।
×