ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতদিনের পথনাটক উৎসব শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৮:১২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

সাতদিনের পথনাটক উৎসব শুরু হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ ‘বাংলাদেশে পথনাটক উৎসব’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত এবারের উৎসবের সেøাগান ‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’। কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বুধবার বিকেল সাড়ে চারটায় ৭ দিনের নাট্যোৎসবের উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত নাট্যজন মলয়াশ্রী হাশমি (নাট্যকার নির্দেশক এবং শহীদ নাট্যজন সফদর হাশমির সহধর্মিণী)। উৎসবে অংশ নেবে দেশের ৩২ নাট্যদল। এবারের উৎসবে নাটকের পাশাপাশি বিশেষ লোকজ পরিবেশনাও থাকবে। এবার পথনাটক পরিষদের নিয়মিত নাট্য প্রদর্শনীর পঁচিশ বছর পূর্তি হচ্ছে। উৎসব উপলক্ষে শিল্পকলার নাট্যশালা সেমিনার কক্ষে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মান্নান হীরা, সহ-সভাপতি মিজানুর রহমান ও উৎসব আহ্বায়ক মোহাম্মদ বারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, তথ্য ও গবেষণা সম্পাদক অলোক বসু, প্রচার ও গণযোগাযোগ সম্পাদক আজিজুল পারভেজ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-আইটিআইর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মান্নান হীরা।
×