ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হরতালে বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

প্রকাশিত: ২৩:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

হরতালে বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল মঙ্গলবার বাম দলের ডাকা আধাবেলা হরতালে রাজধানীতে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতালের ডাক দেয় সিপিবি-বাসদ জোট। পাশাপাশি সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছেন দুই দলের নেতারা। আজ সোমবার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জনকণ্ঠকে জানান, এই হরতাল অযৌক্তিক। দাবির প্রতি মানুষের কোন সমর্থন নেই। তাই সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আমরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।
×