ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিং রোড হবে কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক

প্রকাশিত: ০৫:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

 রিং রোড হবে কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড হবে কর্ণফুলীর তলদেশে টানেলের জন্য শহর প্রান্তের সংযোগ সড়ক। নগরীর অভ্যন্তরীণ যোগাযাগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই রিং রোড শহরের ৫টি ওয়ার্ডের ২০ লক্ষাধিক মানুষকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নয়নের মাধ্যমে এলাকার চেহারা পাল্টে যাবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম রবিবার রিং রোড পরিদর্শনকালে এবার কথা বলেন। তিনি বলেন, আউটার রিং রোডকে সিইপিজেডের সঙ্গে সংযোগ করে দিচ্ছি। তাই ইপিজেড ও বন্দরের গাড়ি এই রোড দিয়ে চলাচল করতে পারবে। এতে নগরীতে যানজট যেমন কমে যাবে তেমনি পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। এসময় সিডিএ প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
×