ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিএনপি নেতা সালাহ উদ্দিনের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৭:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি নেতা সালাহ উদ্দিনের বিরুদ্ধে ওয়ারেন্ট

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ভারতের কারাগারে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। আগামী ২ এপ্রিল তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য হয়েছে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেছেন, আসামিরা মামলার শুরু থেকেই পলাতক থাকায় পরোয়ানা জারি হয়েছে।
×