ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনরিকের দাবি চীনে যাওয়াটা দারুণ ব্যাপার

প্রকাশিত: ০৫:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

এনরিকের দাবি চীনে যাওয়াটা দারুণ ব্যাপার

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ফুটবলার ট্রান্সফারের বাজারে ঘটেছে চৈনিক বিপ্লব। বিশ্বের নামিদামি লীগগুলোর খেলোয়াড় ট্রান্সফারের দিক থেকে সব মনোযোগ চলে গেছে চীনের ক্লাবগুলোর দিকে। বিশাল অর্থের সমাগম ঘটিয়ে বড় বড় কিছু ট্রান্সফার সম্পন্ন করেছে কয়েকটি চীনা ক্লাব। এরমধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা ট্রান্সফার ছিল আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজকে সাংহাই শিনহুয়ার নেয়া। ক্লাবটি তাকে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক বার্ষিক ৪১ মিলিয়ন মার্কিন ডলারে নিয়ে নেয়। ব্রাজিলিয়ান তারকা অস্কারও পেয়েছেন বিপুল অর্থের চুক্তি। ভাল চুক্তি পেয়েছেন অন্যরাও। এমনকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোসহ আরও অনেক নামিদামি খেলোয়াড় পেয়েছিলেন আকর্ষণীয় ও লোভনীয় প্রস্তাব। এ বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সিলোনার কোচ লুইস এনরিকে। তিনি মনে করেন খেলোয়াড়দের চীনের ক্লাবে পাড়ি দেয়া এবং মোটা অঙ্কের অর্থ পাওয়াটা দারুণ ব্যাপার। চাইনিজ সুপার লীগের (সিএসএল) ক্লাব সাংহাই এসআইপিজি প্রথম আলোড়ন তৈরি করে ব্রাজিলিয়ান তরুণ অস্কারকে ৬০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়ে। দুই সপ্তাহ ধরেই এ ব্রাজিলিয়ান ছিলেন আলোচনার কেন্দ্রে। কারণ সেটাই ছিল ফুটবলের ইতিহাসে সর্বাধিক পারিশ্রমিক পাওয়ার রেকর্ড। সেটাকেও ছাড়িয়ে যান তেভেজ, শিনহুয়া আরও বেশি অর্থে তাকে দলে নেয়। বার্সিলোনার তারকা আরডা তুরানও সিএসএলের ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন। অনেকে এই বিশাল অঙ্কের অর্থ প্রদানের বিষয়টিকে ফুটবলের জন্য ক্ষতিকর বলেই মনে করছে।
×