ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিক্ষোভ মিছিল, সমাবেশ

উচ্ছেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ হকারদের

প্রকাশিত: ০৮:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৭

উচ্ছেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ হকারদের

স্টাফ রিপোর্টার ॥ ফুটপাথ ও সড়ক থেকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হকাররা। প্রতিদিন মিছিল-সমাবেশ করছেন তারা। মঙ্গলবার বিক্ষোভের ২০তম দিনে সকালে হকার্স ইউনিয়নের আহ্বানে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি নগরীর সুনির্দিষ্ট কোন এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করতে মেয়রের প্রতি আহ্বান জানান তারা। বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টন মোড় থেকে গোলাপশাহ মাজার, গুলিস্তান, বায়তুল মোকাররম ও জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিল শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশে হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াৎ বলেন, উচ্ছেদের নামে প্রতিদিন সাঈদ খোকনের সিটি কর্পোরেশনের বাহিনী ফুটপাথে ব্যাপক ভাংচুর, মালামাল নষ্ট ও লুটপাট চালাচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন। আমরা এ রকম নিষ্ঠুর আচরণের প্রতিবাদ জানাই।
×