ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় পিকআপ উল্টে চালকসহ নিহত ৩

প্রকাশিত: ০১:০১, ২৭ জানুয়ারি ২০১৭

পাবনায় পিকআপ উল্টে চালকসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চরগোবিন্দপুর নামক স্থানে ঢাকা থেকে ট্রান্সফরমার বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন পিকআপ চালক গোপালগঞ্জের আলতাফ হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৭), চাঁদপুরের আবু হানিফের ছেলে আরিফ হোসেন (২৮) ও বরিশালের পারভেজ আলম (২৭)। মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-৩৫১২) ট্রান্সফরমার বহন করে পাবনার দিকে যাচ্ছিল। পিকআপটি পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর নামক স্থানে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। পরে নিহতদের পকেটে থাকা মোবাইলের সুত্র ধরে তাদের নাম পরিচয় নিশ্চিত হয় পুলিশ। গাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় পুলিশের ধারণা, কোনো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী বৈদ্যুতিক মালামাল নিয়ে যাচ্ছিলেন। তবে তারা কোন পল্লী বিদ্যুৎ সমিতির তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
×