ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৩:৫১, ১৭ জানুয়ারি ২০১৭

বিসিএস কর্নার

১. ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র? ক) চ-ীমঙ্গল খ) মনসামঙ্গল গ) ধর্মমঙ্গল ঘ) অনুদামঙ্গল ২. ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন- ক) দৌলত উজির বাহরাম খান খ) মাগন ঠাকুর গ) আলাওল ঘ) শাহ মুহম্মদ সগীর ৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ? ক) মার্চেন্ট অব ভেনিস খ) কমেডি অব এররস গ) অ্যা মিডসামার নাইটস ড্রিম ঘ) টেমিং অব দ্য শ্রু ৪. কখনো উপন্যাস লেখেননি- ক) কাজী নজরুল ইসলাম খ) জীবনানন্দ দাশ গ) সুধীন্দ্রনাথ দত্ত ঘ) বুদ্ধদেব বসু ৫. ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা- ক) শওকত ওসমান খ) জ্যোতিপ্রকাশ দত্ত গ) আখতারুজ্জামান ইলিয়াস ঘ) হাসান আজিজুল হক ৬. রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? ক) বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন খ) কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি গ) দুর্গেশ নন্দিনী-চোখের বালি-গৃহদাহ ঘ) কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন ৭. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে- ক) কল্যাণীয়েষু খ) সুচরিতেষু গ) শ্রদ্ধাস্পদেসু ঘ) প্রীতিভাজনেষু ৮. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ? ক) হিন্দি খ) উর্দু গ) পর্তুগিজ ঘ) গ্রিক ৯.সমার্থক শব্দগুচ্ছ শনাক্তকরুণ- ক) দীর্ঘিকা, নদী, প্রণালী খ) শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ গ) গাঙ, তটিনী, অর্ণব ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু ১০. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন- ক) ভবিষ্যত, ভৌগোলিক, যক্ষ্মা খ) যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা গ) স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক ঘ) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত ১১. ‘প্রাতরাশ’-এর সন্ধি- ক) প্রাত+রাশ খ) প্রাতঃ+রাশ গ) প্রাতঃ+আশ ঘ) প্রাত+আশ ১২. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগণ অবস্থা বুঝায়, তাকে বলা হয়- ক) ক্রিয়াবাচক বিশেষ্য খ) ক্রিয়াবিশেষণ গ) ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ ঘ) ক্রিয়াবিভক্তি ১৩. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ এ প্রার্থনা করেছে- ক) ভাড়ু দত্ত খ) চাঁদ সওদাগর গ) ঈশ্বরী পাটনী ঘ) নলকূবের উত্তর : ১ (খ) ২ (ঘ) ৩ (খ) ৪ (গ) ৫ (গ) ৬ (ঘ) ৭ (ক) ৮ (গ) ৯ (খ) ১০ (গ) ১১ (গ) ১২ (খ) ১৩ (গ)
×