ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০২৬ আসর থেকে কার্যকর, চূড়ান্ত অনুমোদন ফিফার

৩২ থেকে ৪৮ দলের বিশ্বকাপ

প্রকাশিত: ০৬:১৯, ১১ জানুয়ারি ২০১৭

৩২ থেকে ৪৮ দলের বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফার মসনদে আসার পর জিয়ান্নি ইনফান্টিনো বলেছিলেন, ৪৮ দলের বিশ্বকাপ করতে চান তিনি। কথা মতো কাজও শুরু করে দেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি। অবশেষে তার ইচ্ছা আর স্বপ্নের সঙ্গে সম্মতি জানিয়েছে ফিফার কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার ফিফার বিশেষ বৈঠকে বিশ্বকাপের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। তার মানে ২০২৬ বিশ্বকাপ থেকে ৩২ দলের পরিবর্তে খেলবে ৪৮টি দেশ। অবশ্য পরের দুটি বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) হবে ৩২ দলের। বর্তমান ফরমেটে ফিফার ছয়টি কনফেডারেশন থেকে ৩১টি দলকে বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে আসতে হয়। স্বাগতিকরা সরাসরি খেলার সুযোগ পায়। উয়েফা (ইউরোপ) থেকে ১৩টি, এএফসি (এশিয়া) থেকে ৪ অথবা ৫টি, কাফ (আফ্রিকা) থেকে ৫টি, কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) থেকে ৩ অথবা চারটি, ওএফসি (ওশেনিয়া) থেকে ০ অথবা ১টি এবং কনমেবল (দক্ষিণ আমেরিকা) থেকে ৪ অথবা ৫টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়। উয়েফা ও কাফ ছাড়া বাকি চারটি কনফেডারেশনের শেষ দলটি প্লে-অফে নির্ধারিত হয়। নতুন ফরমেটে কোন অঞ্চল থেকে কতটি দল হবে তা এখনও জানা যায়নি। তবে নতুন ফরমেটের খেলার ধরন সম্পর্কে বিশ্বমাধ্যমে বেশ কিছু তথ্য জানা গেছে। বর্তমানে ৩২ দলের অংশগ্রহণে হয়ে আসছে বিশ্বকাপ ফুটবল। যেখানে আটটি গ্রুপে ভাগ হয়ে খেলে থাকে দলগুলো। নতুন নিয়মে বিশ্বকাপ হতে যাওয়ায় পরিবর্তন আসবে। ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ হবে ১৬টি। প্রতি গ্রুপে থাকবে তিনটি করে দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরের নকআউট রাউন্ডে উঠবে। গ্রুপ পর্বের ম্যাচের জন্য নতুন নিয়মও এসেছে। গ্রুপ পর্বে আগের বিশ্বকাপগুলোতে ম্যাচ ড্র হলে পয়েন্ট ভাগাভাগি হতো। তবে নতুন নিয়মে ড্র ম্যাচ বলে কিছু থাকবে না। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ড্র হলে, পরে পেনাল্টি শূট আউটে নিষ্পত্তি হবে ফলাফল। নতুন ফরমেটে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা ৬৪টি থেকে বেড়ে ৮০টি হবে। তবে চ্যাম্পিয়ন দলকে মাত্র সাতটি ম্যাচই খেলতে হবে। ১৬ গ্রুপ থেকে দুটি করে দল নকআউট পর্বে চলে যাবে। তারপর থেকে আগের মতোই ৩২ দলের লড়াই। দল বাড়ানোর পক্ষে যুক্ত দেখিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো বলেন, এতে করে আমরা এখনকার মতো ৩২ দলেরই একটা স্বাভাবিক বিশ্বকাপ করতে পারব। কিন্তু উৎসবে অংশ নিতে পারবে ৪৮টি দল। ফিফা বস আগেই স্বপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন। বলেছিলেন, সিদ্ধান্তটি হবে ইতিবাচক। আমি মনে করি না এটা বিশ্বকাপের গুণাগুণ নষ্ট করবে।
×