ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে রাবার ড্যামে ভাঙ্গন ॥ কৃষকের উদ্বেগ

প্রকাশিত: ০৫:৫০, ৮ জানুয়ারি ২০১৭

শেরপুরে রাবার ড্যামে ভাঙ্গন ॥ কৃষকের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ জানুয়ারি ॥ কৃষি ও খাদ্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীরভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার ড্যামটি উদ্বোধনের এক বছর না যেতেই হঠাৎ ভাঙ্গন দেখা দিয়েছে। বন্যা ও পাহাড়ী ঢল ছাড়াই হঠাৎ ওই রাবার ড্যামের ভাঙ্গনের বিষয়টি ‘রহস্যজনক’ বলে আলোচিত হওয়ার পাশাপাশি অভিযোগ উঠেছে, স্থানীয় অশুভ মহল রাতের অন্ধকারে তা পরিকল্পিতভাবে কেটে থাকতে পারে। যে কারণে বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে বিএডিসির উর্ধতন মহলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজন্য গঠিত হয়েছে তদন্ত কমিটিও। অন্যদিকে রাবার ড্যামের ভাঙ্গনের ঘটনায় ৬টি ইউনিয়নের সুবিধাভোগী ৬ হাজার কৃষক উৎকণ্ঠায় রয়েছে। জানা যায়, গত বছর নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর সন্ন্যাসীরভিটা এলাকায় ১৫ কোটি টাকা ব্যয়ে তৃতীয় রাবার ড্যাম নির্মাণ হয়। কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনায় প্রকল্পটি বাস্তবায়ন করে এলজিইডি। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় ওই এলাকার ৬ টি ইউনিয়নের ৩ হাজার একর অনাবাদি জমি সেচের আওতায় এবং ওইসব ইউনিয়নের ২৫ টি গ্রামের ৬ হাজার কৃষক পরিবার সুবিধা ভোগ করার আওতায় আসে। ফলে ওই এলাকায় প্রতিবছর বেড়ে যায় অতিরিক্ত ৮ কোটি টাকার উৎপাদন। এমনই অবস্থায় চেল্লাখালী রাবার ড্যামটি যখন এলাকার কৃষি অর্থনীতির গতিসঞ্চারের মধ্য দিয়ে কৃষকদের আশীর্বাদ হিসেবে কাজ করছে, ঠিক তখন হঠাৎ গত ২০ ডিসেম্বর ওই রাবার ড্যামের উজান এলাকায় বিশাল ভাঙ্গন দেখা দেয়। প্রকল্পের তত্ত্বাবধায়ক বিএডিসি জানায়, ৫৮ ফুট প্রস্থের ওই বাঁধের প্রায় ৬০ ফুট জায়গা একেবারে ধসে গেছে। কিন্তু কোন প্রকার বন্যা বা পাহাড়ী ঢল ছাড়াই হঠাৎ বাঁধ ধসে যাওয়ার ঘটনায় হতভম্ব হয়ে পড়ে বিএডিসি বিভাগসহ স্থানীয় সুবিধাভোগী কৃষকরা। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর বিএডিসির সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) মনোয়ার হোসেন সরেজমিন পরিদর্শন করে ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেন।
×