ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনালদোর স্বপ্নের বছর ২০১৬

প্রকাশিত: ২৩:২৮, ৩১ ডিসেম্বর ২০১৬

রোনালদোর স্বপ্নের বছর ২০১৬

অনলাইন ডেস্ক ॥ নিজদেশ আর ক্লাবের হয়ে ২০১৬ সালে দারুণ এক বছর পার করছেন পর্তুগিজ তারকার ক্রিস্তিয়ানো রোনালদো। স্প্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে এ বছর যেমন তিনি পেয়েছেন সাফল্য, তেমনি দেশের হয়ে পেয়েছেন সফলতা। তাই এ বছরটা তার কাছে ছিল স্বপ্নের বছর, রিয়াল মাদ্রিদ টিভিকে এমনটিই জানিয়েছেন এ বছরের ব্যালন ডি’অর জয়ি রোনালদো। শুক্রবার উন্মুক্ত অনুশীলন শেষে রোনালদো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে এটা ছিল স্বপ্নের বছর। ব্যক্তিগত ও দলগতভাবে এটা অবিস্মরণীয় বছর।’ এদিকে আসছে নতুন বছরের লক্ষ্য জানাতে গিয়ে রোনালদো বলেছেন, ‘এমন বছর কাটায় আমি খুব খুশি। আশা করি ২০১৭ সালটাও একইভাবে শেষ হবে, অনেক বেশি শিরোপা ও আনন্দ নিয়ে।’ উল্লেখ্য, এ বছর ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর, নিজ দেশ পর্তুগালের হয়ে ইউরো কাপের শিরোপা জেতেন রোনালদো। এছাড়া উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতে দারুণ এক সফল বছর কাটিয়েছেন ৩১ বছর বয়সি এই তারকা ফুটবলার। এদিকে, চতুর্থ বারের মতো এবারের ব্যালন ডি’অর জেতেন রোনালদো।
×