ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজিবির বিরুদ্ধে অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৬

বিজিবির বিরুদ্ধে অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে এক ব্যক্তিকে বিদেশী অস্ত্র ও গুলি দিয়ে ফাঁসিয়ে আটকের অভিযোগ পাওয়া গেছে। পরিবার ও একজন জনপ্রতিনিধি এই অভিযোগ করেন। আটককৃত গোলাপ হোসেন (৪৫) উপজেলার ধরন্দা গ্রামের মৃত সবের আলীর ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা। বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান প্রতিরোধে সীমান্তে টহলে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ধরন্দা গ্রামের গোলাপ হোসেনের বাড়িতে অবৈধ মাল মজুদের খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হয়। এ সময় গোলাপের শোবার ঘরের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাপকে আটক করে অস্ত্র আইনে হাকিমপুর থানায় মামলা দেয়া হয়েছে। এদিকে গোলাপের স্ত্রী সবিনা বেগম বলেন, সুবেদার মান্নান, ল্যান্সনায়েক নুরুল ইসলাম, সিপাহী আল আমিন, শাহিন, সোহেল, সাইফুল ও আনিছুর রাত প্রায় ১২টার দিকে আকস্মিকভাবে বাড়িতে ঢুকে আমার শোয়ার ঘরে গিয়ে তোষকের নিচে কাপড়ে মোড়ানো একটি বস্তু গুজে রাখে। ঘটনাটি দেখে আমার স্বামী গোলাপ ও আমি বলি ‘আপনারা কি করছেন’। তখন তারা অস্ত্রের ভয় দেখিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপরই জানতে পারি আমার স্বামীকে অস্ত্র দিয়ে মামলা করেছে। এই মামলার ১ নম্বর সাক্ষী ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক জানান, রাত ১১টা ১৯ মিনিটে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাদের সাথে গিয়ে দেখি, বিজিবির ল্যান্সনায়েক নুরুল ইসলামের সাথে ঘরের ভেতরে গোলাপ ও তার স্ত্রীর বাকবিত-া হচ্ছে। এ সময় শুনতে পাই, গোলাপ ও তার স্ত্রী বিজিবির নুরুলকে বলছে, সামান্য ভুলের জন্য আমাদের অস্ত্র দিয়ে ফাঁসাচ্ছেন। এর বিচার আল্লাহ করবে? তখন তারা গোলাপকে নিয়ে যায়। এ ঘটনাটি আমি ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও থানার ওসিকে অবহিত করেছি। হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান শুক্রবার বাদী হয়ে গোলাপকে আসামি করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। গোলাপকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে জনপ্রতিনিধিসহ বিভিন্ন সূত্রে শুনেছি। ঘটনাটি তন্দন্ত করে দেখা হবে। এ ব্যাপারে শুক্রবার সকালে থানায় এক প্রেসব্রিফিংয়ে ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ ইমতিয়াজ চৌধুরী সাংবাদিকদের জানান, দুই বছর আগে গোলাপের ঘনিষ্ঠ বন্ধু আলমকে র‌্যাব আটক করে। তারই দেয়া তথ্য এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গোলাপকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। গোলাপ ভারত থেকে অস্ত্র ও গুলি এনে বাড়িতে রেখেছিল। গোলাপকে ফাঁসানো হয়েছে বলে তার পরিবার ও একজন জনপ্রতিনিধির এমন দাবি নাকচ করেন বিজিবির এই কর্মকর্তা।
×