ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেনে অভিবাসী আরও বাড়বে ॥ মাইগ্রেশন ওয়াচ

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৬

ব্রিটেনে অভিবাসী  আরও বাড়বে ॥  মাইগ্রেশন ওয়াচ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পর একক বাজার ব্যবস্থা হলে ব্রিটেনে যৌথভাবে বুলগেরিয়া, লাটভিয়া ও লিথুনিয়ার জনসংখ্যার সমান অভিবাসী ব্রিটেনে প্রবেশ করবে। দেশটির শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা হুঁশিয়ার করে একথা বলেছে। খবর টেলিগ্রাফের। মাইগ্রেশন ওয়াচের নতুন এক গবেষণায় খুঁজে পেয়েছে যে, ব্রেক্সিটের পর আগামী ২৫ বছরের মধ্যে এক কোটি ২০ লাখ লোক ব্রিটেনে প্রবেশ করবে। এতে সরকারী সেবার ওপর আরও চাপ বাড়বে। প্রতিবেদনে সতর্ক করা হয় যে, যদি ব্রিটেনে একক বাজার ব্যবস্থা অব্যাহত থাকে তাহলে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানোর সুযোগ সীমিত হয়ে যাবে। সংস্থাটির ভাইস চেয়ারম্যান আলপ মেহমেত বলেন, এই গবেষণায় উঠে এসেছে যে, একক বাজারের সদস্য থাকার পাশাপাশি অভিবাসী আগমন এই হার অব্যাহত থাকলে আমাদের জনসংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে, যা আমাদের সমাজের জন্য খুবই মারাত্মক পরিণতি বয়ে আনবে। মাত্র ২৫ বছরে জনসংখ্যা এক কোটি ২৫ লাখ বেড়ে যাওয়া ব্রিটিশদের জন্য অগ্রহণযোগ্য হবে। মাইগ্রেশন ওয়াচ তাদের প্রতিবেদনে বলেছে, নিট অভিবাসীদের মধ্যে ইইউ ও অইউরোপীয় রয়েছে। যদি না ব্রিটেন একক বাজার ব্যবস্থা ছেড়ে দেয় তবে তিন লাখের বেশি অভিবাসী মধ্য থেকে দীর্ঘমেয়াদে থেকে যাবে। অভিবাসীদের উচ্চ বেতন ও কাজ করার প্রত্যাশা ব্রিটেনের প্রতি আকৃষ্ট করেছে। ওয়ার্ক পারমিট সিস্টেম প্রবর্তন করতে হবে। যাতে অত্যন্ত দক্ষদের কাজ দেয়া শর্তের মধ্যে সীমাবদ্ধ রেখে আবেদন করার ব্যবস্থা রাখতে হবে। এতে প্রতিবছর প্রায় এক লাখ অভিবাসী কমবে ও জনসংখ্যা বৃদ্ধির হার স্থবির হয়ে যাবে।
×