ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৬

সিরিজ হারল  বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে নেলসনের সেক্সটন ওভালে ৬৭ রানে হেরেছে বাংলাদেশে। এর আগে ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছিল। তাতে করে ২-০ ব্যবধানে সিরিজ হার হয়ে গেছে বাংলাদেশের। এখন শনিবার ভোর চারটায় নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে রয়েছে। ম্যাচটিতে হারলেই ‘হোয়াইটওয়াশ’ হবে বাংলাদেশ। জিতলে হোয়াইটওয়াশ এড়াতে পারবে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের যে বেহাল দশা দেখা গেছে, তাতে হোয়াইটওয়াশ এড়ানো যে বাংলাদেশের জন্য কঠিন, তা বোঝাই যাচ্ছে। নিউজিল্যান্ডকে ২৫১ রানের বেশি করতে দিল না বাংলাদেশ। কিন্তু সেই রান করতে গিয়ে ১৮৪ রানের বেশি করতে পারল না মাশরাফিবাহিনী! যে দলটি দেশের মাটিতে সাফল্যে ভেসেছে। তারাই কিনা বিদেশের মাটিতে খেলতে গিয়েই খেই হারিয়ে ফেলেছে। নিউজিল্যান্ড দল ১০৭ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেখান থেকে অপরাজিত ১০৯ রান করা নেইল ব্রুম ও ৩৫ রান করা লুক রনকি মিলে দলকে এগিয়ে নিয়ে যান। ষষ্ঠ উইকেটে ৬৪ রানের জুটি গড়ে দলকে মজবুত ভিতে নিয়ে যান। তাতেই নিউজিল্যান্ডের কাজ হয়ে যায়। অথচ বাংলাদেশ শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে। এক উইকেট হারিয়ে ১০৫ রান করে। ৫৯ রান করা ইমরুল কায়েস ও ৩৮ রান করা সাব্বির রহমান রুম্মন মিলে দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন। যেই ভুল বোঝাবোঝিতে সাব্বির আউট হয়ে যান, শুরু হয়ে যায় বাংলাদেশের ভরাডুবি। এরপর নুরুল হাসান সোহান ও মাশরাফি বিন মর্তুজা ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ৭৯ রানে ৯ উইকেটের পতন ঘটে যায়! মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেন। জয়ের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। এমন সুযোগ কী আর বার বার মিলবে? নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে। দুটি সিরিজেই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দেশের মাটিতে কিউইদের গত দুই সিরিজের প্রতিটি ম্যাচে হারিয়েছে। এবার নিউজিল্যান্ড যেন সেই হারের প্রতিশোধ নিচ্ছে। হোয়াইটওয়াশের বদলায় কী হোয়াইটওয়াশ করবে বাংলাদেশকে? কিউইদের দৃষ্টিত সেদিকেই আছে। এখন বাংলাদেশ তা থেকে নিজেদের মুক্ত করতে পারলেই হয়। সেই সম্ভাবনা কী আছে? দ্বিতীয় ওয়ানডেতে যে ছন্নছাড়া ব্যাটিং দেখার মিলেছে, তাতেই তো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জিতবে বাংলাদেশ, সেই সম্ভাবনা উড়াল দিয়েছে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশ্য সাব্বিরের আউটকেই হারের টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড় করিয়েছেন। দ্বিতীয় ওয়ানডে শেষে বলেছেন, ‘ওই (সাব্বিরের) রানআউট ছিল আমাদের জন্য আসল মুহূর্ত। নিউজিল্যান্ডের জন্যও। ১ উইকেটে ১০৫ রান ছিল, ২৭ ওভারে আর দেড় শ’ রান দরকার ছিল। রান আউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। রান আউটের পরও সুযোগ ছিল। তখন তো কেবল মাত্র দ্বিতীয় উইকেট পড়েছিল, ৫-৬ উইকেট নয়। তারপরও ব্যাটসম্যানরা ছিল। কিন্তু হয়নি।’ কেন হয়নি? ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তাই? মাশরাফি জানান, ‘উইকেট উপহার দেয়া হয়নি। ব্যাটসম্যানরা রানের জন্য বেশি তাড়াহুড়া করেছে। ইমরুল ও সাব্বির যেমন উইকেটে থেকে তার পরে ভাল খেলছিল। এখানে ১০-১৫টা বল দেখে তার পর স্বাভাবিক খেলা খেললে ভাল হতো। উইকেট উপহার দিয়ে আসার চেয়ে আমি বলব, আরেকটু ধৈর্য ধরে থিতু হয়ে তারপর স্বাভাবিক ব্যাটিং করা উচিত ছিল। যারা পরে এসেছে ব্যাটিংয়ে, সবাইকে প্রথম থেকে শুরু করতে হয়েছে। রিয়াদ দারুণ একটি বলে আউট হয়েছে। আমাদের ইমরুল বা সাব্বিরের একটা বড় ইনিংস খেলা উচিত ছিল। কারণ, ওরা থিতু হয়ে গিয়েছিল। নতুনদের জন্য কাজটা কঠিন। শূন্য থেকে শুরু করতে হতো। সেট ব্যাটসম্যানদের কেউ কাজটা করলে ভাল হতো।’ উইকেটে সেট হওয়াই যাচ্ছে না। নিউজিল্যান্ড বোলারদের সামনে কুলিয়ে ওঠা যাচ্ছে না। আর তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারও হয়ে গেছে।
×