ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে বেকার যুবকদের মাথায় হাত

চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে চম্পট প্রতারক চক্র

প্রকাশিত: ০৬:০১, ২৮ ডিসেম্বর ২০১৬

চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে চম্পট প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ‘নিরাপদ ফোর্স গার্ড জব কানেকশন’ নামে প্রতিষ্ঠান খুলে শতাধিক বেকার যুবকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে গা-ঢাকা দিয়েছে প্রতারক চক্র। ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খোয়ানো ক্ষতিগ্রস্তদের মাথায় হাত উঠেছে। ওই টাকা আদায় করাসহ চক্রের বিরুদ্ধে সক্রিয়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। চলতি বছরের মাঝামাঝি সময়ে সম্পূর্ণ প্রতারণামূলক প্রচার চালিয়ে জহিরুল ইসলাম নামে এমডি নামধারী এক ধুরন্ধর যশোরের চারখাম্বা মোড়ে খুলে বসে ‘নিরাপদ ফোর্স গার্ড বেস্টওয়ে জব কানেকশন কোম্পানি লিমিটেড’ যশোর শাখা। যশোরের শংকরপুর চোপদারপাড়ার শ্বশুরবাড়ি পুঁজি করে ফেরেববাজ জহিরুল ইসলাম কাজ শুরু করে। এখানে ব্যাংক, হাসপাতাল, শোরুম, হোটেল-রেস্টুরেন্ট, ট্রেনের টিকেট, নাইটগার্ডসহ বিভিন্ন চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রচার শুরু করে প্রতারক চক্রটি। চাকচিক্যময় অফিস সাজিয়ে কয়েকজন অফিস স্টাফ নিয়োগ দিয়ে একটি আধুনিক অফিসের আদলে সাজানো হয় এ প্রতারণামূলক চাকরি দেয়ার প্রতিষ্ঠানটি। তাদের প্রচার ও চাকরির প্রলোভনে পড়ে শতাধিক বেকার যুবক হুমড়ি খেয়ে পড়ে। আর চক্রের হোতা জহিরুল ইসলাম ও তার আজ্ঞাবহরা তাদের কাছ থেকে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। কাউকে ভুয়া নিয়োগপত্র দেয়া হয়। আবার অনেককে মাসের পর মাস ঘোরানো হচ্ছিল। এদিকে লগ্নিকারীদের অনেকে অফিসের সামনে জড়ো হয়ে বাগ্বিত-া করে আসছিল কয়েকদিন ধরে। এর মধ্যে গত ২৫ ডিসেম্বর সকালে লগ্নিকারীদের অনেকে সেখানে গেলে তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। তারা দেখতে পান অফিসে নতুন তালা ঝুলিয়ে পালিয়েছে প্রতারকদের হোতা জহিরুল ইসলাম। কয়েকজন স্টাফও অফিসে ঢুকতে পারেননি, যাদের মাথাপ্রতি লক্ষাধিক টাকা দেয়া ছিল। এ সময় প্রতারক জহিরুলের মোবাইল ফোন ০১৯৬৭-৭৯১২৮০ নম্বরটিতে বারবার কল দিয়ে বন্ধ পান তারা। শেষমেশ সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে ফিরে যান তারা। এরপর ২৬ ডিসেম্বর সকালেও অফিসস্থল চারখাম্বায় গিয়ে ওই অফিস বন্ধ পান লগ্নিকারীরা। অফিসের সামনে দাঁড়িয়েছিলেন ঝিকরগাছার গদখালীর আজিজুর রহমানের ছেলে জীবন, রূপদিয়ার ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন, রাজশাহীর পবনা এলাকার শাহিনুর রহমান, সাবেক পুলিশ সদস্য শাহীনুর রহমান, ঝিকরগাছার রবিউলের ছেলে শরীফ হোসেনসহ কয়েকজন নারী সদস্য। এরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তারা চাকরির জন্য চার মাস ঘুরছেন। কেউ কেউ পেয়েছেন ভুয়া নিয়োগপত্র আর মিথ্যার ফুলঝুরি। চাকরির নামে ১০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে প্রতারক জহিরুল ইসলাম। তিনি বলেন, তিনি আর যশোরে অফিস চালাবেন না। শংকরপুরের শ্বশুরপক্ষের লোকজন এখন ওই অফিসের দায়িত্ব নিয়েছেন। যদি কেউ টাকা-পয়সা পায় সেটাও এখন থেকে তারা দেবে।
×