ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রত্যেক শিক্ষার্থীর উচিত

বঙ্গবন্ধুর আদর্শ পরিবারকে অনুসরণ করা ॥ কাদের

প্রকাশিত: ০৮:০২, ২৪ ডিসেম্বর ২০১৬

 বঙ্গবন্ধুর আদর্শ পরিবারকে অনুসরণ করা ॥  কাদের

স্টাফ রিপোর্টার ॥ রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। অন্যথায় রাজনীতি দুর্বৃত্তদের কবলে পড়বে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন আর পূরণ হবে না। প্রত্যেক শিক্ষার্থীর উচিত বঙ্গবন্ধুর আদর্শ পরিবারকে অনুসরণ করা। শুক্রবার সকালে মিরপুর সিদ্ধান্ত হাইস্কুলের শতবর্ষ পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীই চিকিৎসক, প্রকৌশলীসহ অনেক কিছুই হতে চায়। কিন্তু রাজনীতিক হতে চায় না। যা সত্যিই দুঃখের বিষয়। কারণ মেধাবীরা রাজনীতিতে না এলে, রাজনীতি দুর্বৃত্তদের কবলে পড়বে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত বঙ্গবন্ধু পরিবারের মতো আদর্শ পরিবারকে অনুসরণ করা। এই পরিবারের সন্তান প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় নিজ প্রতিভায় উদ্ভাসিত। একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিদ্যাবুদ্ধির জোরেই আজ জাতিসংঘের অটিজম বিষয়ক দূত হিসেবে মনোনীত হয়েছেন। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বিদ্যাবুদ্ধিতে অনন্য। বর্তমানে যুক্তরাজ্যের এমপি। রীতিমত পার্লামেন্ট কাঁপাচ্ছেন।
×