ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ টিএসসিতে একক মূকাভিনয় ‘ওভারকাম’

প্রকাশিত: ০৮:৫১, ৫ ডিসেম্বর ২০১৬

আজ টিএসসিতে একক মূকাভিনয় ‘ওভারকাম’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিজয়ের মাসকে কেন্দ্র করে আজ সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রদর্শিত হতে যাচ্ছে ৮ম পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রদর্শনী ‘ওভারকাম’। এটি প্রদর্শন করতে মঞ্চে আসছেন তরুণ মূকাভিনেতা মীর লোকমান। বিজয়ের আলোয় সমুদ্ভাসিত হোক নির্বাক শব্দমালা প্রতিপাদ্য নিয়ে সমসাময়িকতা নির্ভর মোট ১০টি স্কেচ মাইমের সমন্বয় ৭০ মিনিটের এই মূকাভিনয় প্রযোজনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সংঘর্ষ ও মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর নিপীড়নের দৃশ্যসহ চলমান পৃথিবীর যুদ্ধপীড়িত দেশসমূহের অমানবিক পরিস্থিতিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বিজয়ের বহু বছর পরেও কাক্সিক্ষত স্বাধীনতাকে খুঁজে বেড়ান হয়েছে এই অবাচিক প্রযোজনায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের নানা অসঙ্গতি, সীমাবদ্ধতা এবং তা থেকে উত্তরণের প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে এতে। প্রদর্শনী উদ্বোধন করবেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক জিম স্কার্থ, প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও।
×