ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় রংপুরে নিহত দুই ॥ আহত ৩

প্রকাশিত: ০৪:১৪, ২ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় রংপুরে নিহত দুই ॥ আহত ৩

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ ডিসেম্বর ॥ রংপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী ও ভ্যানচালক নিহত হয়েছেন। জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বিষ্ণপুরগ্রামের আতাউর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, মালেকা বেগম অটোরিকশাযোগে বাড়ি থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পীরগঞ্জের ধাপেরহাট এলাকায় বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালীতে আহত ৪ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, চেচুরিয়া এলাকায় প্রধান সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয় ৪ যাত্রী। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সবাই ট্যাক্সিযাত্রী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার সরলের জালিয়াঘাটা গ্রামের আব্দুর রশীদের কন্যা মিনু আক্তার ও সেলিম উল্লাহর পুত্র ওবাইদুল্লাহ এবং সাধনপুর ইউনিয়নের বরুমছড়া গ্রামের হুমায়রা সাদিয়া ও জয়নাব বেগম। চালককে মারধর করে ট্রেনের তেল লুট স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে চালককে মারধর করে মালবাহী কন্টেনার ট্রেন থেকে দুর্বৃত্তরা তেল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনের চালক হেমায়েত হোসেনসহ রেলকর্মীরা জানায়, ঢাকার কমলাপুর থেকে মালবাহী একটি কন্টেনার ট্রেন বুধবার রাতে চট্টগ্রাম যাচ্ছিল। একই রুটে ঢাকা থেকে ছেড়ে আসে যাত্রীবাহী মহানগর এক্সপ্রেস ট্রেন। পথে যাত্রীবাহী মহানগর এক্সপ্রেস ট্রেনকে আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় সাইড দেয়ার জন্য সিগন্যাল দেয়া হলে কন্টেনার ট্রেনটি নিয়ে চালক ওই স্টেশনের ৪ নম্বর লাইনে প্রবেশ করেন এবং ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় ৮/১০ জন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে পৌঁছে কন্টেনার ট্রেন থেকে তেল (ডিজেল) লুট করতে চাইলে চালক বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা চালক হেমায়েত হোসেনকে টেনেহিঁচড়ে ট্রেনের ইঞ্জিন থেকে নামিয়ে মারধর করে। একপর্যায়ে চালক হেমায়েত হোসেন প্রাণ রক্ষার্থে দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা ওই ট্রেন থেকে প্রায় ২৮০ লিটার তেল লুট করে নিয়ে যায়।
×