ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্ভাবনাময় অভিনেতা আখন্দ জাহিদ

প্রকাশিত: ০৩:৪২, ১ ডিসেম্বর ২০১৬

সম্ভাবনাময় অভিনেতা আখন্দ জাহিদ

স্টাফ রিপোর্টার ॥ আখন্দ জাহিদ। এই সময়ের সম্ভাবনাময় একজন অভিনেতা। একাধারে মঞ্চ এবং টিভি নাটক ও টেলিফিল্মের কাজ করছেন। অভিনয়ের হাতেখড়ি দেশের নন্দিত পরিচালক গাজী রাকায়েতের কাছে। তার পরিচালিত চারুনীড়মে অভিনয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। বর্তমানে গাজী রাকায়েতের চারুনীড়ম থিয়েটারের নাট্যকর্মী হিসেবে কাজ করছেন। এই থিয়েটারের পঞ্চম প্রযোজনা সাঈদ আহমেদের রচনা এবং গাজী রাকায়েতের নির্দেশনায় ‘শেষ নবাব’ নাটকে অভিনয় করেছেন। এর আগে অবশ্য দলের ‘বুড়ো’ এবং ‘অবাক দেশ’ নাটকে অভিনয় করেন। মঞ্চের পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের খ- ও ধারাবাহিক নাটক এবং টেলিফিল্মে কাজ করছেন তিনি। এর মধ্যে এটিএন বাংলার ধারাবাহিক ‘ডিবি’ নাটকে অভিনয় করেছেন। এছাড়াও নতুন ধারাবাহিক ‘বিপদ ডট কম’ নাটকে কাজ করছেন। সেলিম রেজা পরিচালিত ‘অনুরক্তি’ এবং ‘নীল কাদা আবরণ’ নামে ২টি টেলিফিল্মে কাজের কথা হচ্ছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের হাবিবুর রহমান আখন্দ ও ফাতেমা বেগমের ছোট সন্তান আখন্দ জাহিদ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক করেছেন। বর্তমানে লেখাপড়ার পাশাপাশি সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে একজন উঁচুমানে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নিরন্তর সাধনা করছেন তিনি। তার অভিনয় ক্যারিয়ারের জন্য শুভ কামনা।
×