ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে প্রবীণ

প্রকাশিত: ০৫:৪১, ৩০ নভেম্বর ২০১৬

সবচেয়ে প্রবীণ

ইমা মোরানো। জন্ম তার ঊনবিংশ শতাব্দীতে। ঐ শতাব্দীতে জন্ম নেয়া তিনিই শেষ ব্যক্তি, যিনি এখনও বেঁচে আছেন এবং ১১৭তম জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন। ইমা মোরানো ১৮৯৯ সালের ২৯ নবেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বে বেঁচে থাকাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এ বিষয়ে এই নারীর কাছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ রয়েছে। মোরানো গত মাসে ইতালির উত্তরাঞ্চলে ভারবানিয়া শহরে নিজ বাড়িতে বলেন, ‘আমি দিনে দুটি ডিম ও কুকিজ খাই। আমি বেশি কিছু খাই না। কারণ আমার কোন দাঁত নেই।’ তিনি বাবা-মার আট সন্তানের মধ্যে সবার বড়। মোরানো জানেন, লোকেরা তাকে নিয়ে বেশ আগ্রহী। তিনি বলেন, লোকজন আমার কাছে আসে। আমি কাউকে আমন্ত্রণ জানাই না। এরপরও আসে। আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, তুরিন, মিলান.. থেকে তারা আমাকে দেখতে ছুটে আসে। তবে অনুষ্ঠানে জন্মদিনের কেক খাবেন কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মোরানো বলেন, ‘সর্বশেষ আমি কেক খেয়ে ভাল বোধ করিনি।’ তার একমাত্র সন্তান শৈশবে মারা যাওয়ার অল্পকিছু দিন পর ১৯৩৮ সালে তার স্বামী মারা যান। এরপর থেকেই মোরানো একাকী জীবন কাটান। নিজের ব্যয়ভার মেটাতে তিনি পাটকলে কাজ করতে থাকেন। ২০ বছর ধরে আছেন ছোট দুই রুমের একটি এ্যাপার্টমেন্টে এবং গত বছর থেকে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তিনি এখন বেশ চিন্তিত। কানে শুনতে পান না বললেই চলে। কথা বলেন খুব কষ্টে এবং ভাল করে টেলিভিশন দেখতে পারেন না। শুয়ে ও নাস্তা খেয়ে তার সময় পার হয়। জন্মদিন উপলক্ষে আত্মীয়স্বজন ও সাংবাদিক এবং ভারবানিয়ার মেয়র সিলভিয়া মারচিওনিনি মোরানোকে অভিনন্দন জানাবেন। মোরানোর সম্মানে ভারবানিয়া শহরে তিন শতকের গান পরিবেশন করা হবে। এছাড়া ‘দ্য ওমেন হু স থ্রি সেঞ্চুরিস’ নামের এক রোমান্টিক বায়োগ্রাফির প্রিভিউ তুলে ধরা হবে। - গার্ডিয়ান
×