ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ভাসমান ওয়ার্কশপ তিন দিনেও উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৫:১০, ২৫ নভেম্বর ২০১৬

মুন্সীগঞ্জে ভাসমান ওয়ার্কশপ তিন দিনেও উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার, মুুন্সীগঞ্জ ॥ পদ্মায় আটকে পড়া বিআইডব্লিউটিসির ভাসমান ওয়ার্কশপটি তিন দিনেও উদ্ধার করা হয়নি। শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটের ফেরি মেরামতের জন্য লৌহজংয়ের শিমুলিয়া বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে রাখা হয়েছিল ভাসমান ওয়ার্কশপটিকে। হঠাৎ করে পদ্মার পানি কমে যাওয়ায় এটি নদীর তলদেশে আটকা পড়েছে। এতে করে এই নৌরুটে চলাচলরত ফেরিগুলোর সংস্কার কাজ স্থগিত হয়ে পড়েছে। তবে ডগটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির এজিএম শাহ মোঃ খালেদ নেওয়াজ জানান, কাছেই ড্রেজিংয়ের কাজ চলছে। ড্রেজারের বালু এই দিকে ফালানোর ফলে ভাসমান ওয়ার্কশপটির তলে বালুতে ভরে যায়। সঙ্গে সঙ্গে নদীতে পানি কমে যাওয়ায় এটি বালুতে আটকে পড়ে। ওয়ার্কশপটি আটকে পড়ায় ফেরি মেরামত কাজে কিছুটা সমস্যা হচ্ছে। কারণ ফেরির প্রপেলারসহ ইঞ্চিনের ছোটখাটো ত্রুটি এই ওয়ার্কশপেই মেরামত করা হতো। তবে এটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। শুদ্ধাচার বিষয়ে মতবিনিময় স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এসডিজি ও জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন বিষয়ে রাজশাহীর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শামীম চৌধুরী বলেন, সরকারের নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক খবরও তুলে ধরা উচিত। সরকার এমডিজি বাস্তবায়ন করেছে সফলভাবে। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান কর্মকর্তা বিধান চন্দ্র কর্মকার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, কাজী শাহেদ ও লিয়াকত আলী। স্কুল ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৪ নবেম্বর ॥ ভালুকায় এলজিইডি বাস্তবায়িত ধীতপূর ইউনিয়নের টুংরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত স্কুল ভবন এবং রাজৈ ইউনিয়নের রাজৈ ভোট বাজার থেকে জিতেন্দ্র ভৌমিকের বাড়ি পর্যন্ত ও জামিরাপাড়া থেকে উড়াহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দুটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিাবার দুপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি স্কুল ভবন ও দুটি রাস্তার উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, নুরুল ইসলাম বাদশাহ, আওয়ামী লীগ নেতা বাবু নির্মল চন্দ্র দে, ওয়াছেক আল আমীন শিপন, শরাফুল আলম।
×