ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ক্রেনচালককে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৮:৪০, ১৬ নভেম্বর ২০১৬

না’গঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ক্রেনচালককে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ নবেম্বর ॥ বন্দরের হরিপুর এলাকায় চান মিয়া (৪৫) নামে এক ক্রেনচালককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে হরিপুরে স্টার পার্টিকেল বোর্ড মিলে এ ঘটনা ঘটে। চান মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, চান মিয়া স্টার পার্টিকেল বোর্ড মিলে ক্রেনচালক হিসেবে কর্মরত। মঙ্গলবার দুপুরে চান মিয়া হাত-মুখ পরিষ্কারের জন্য একটি কক্ষে যান। এ সময় অন্য শ্রমিকরা পাইপের সাহায্যে তার পায়ুপথে বায়ু ঢুকিয়ে দেয়। এতে চান মিয়া অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে মিলের অন্য শ্রমিকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে স্টার পার্টিকেল বোর্ড মিলের প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফকে মুঠোফোনে কল করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি এ সময় বলেন, আমি এখনও বাইরে আছি। আমি এখনও এ ঘটনার কিছুই জানি না। মিলে ফিরলে বিষয়টি জানতে পারব। এ বিষয়ে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনা আমাদের কাছে কেউ জানায়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
×