ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হলুদ রঙের তরমুজ

প্রকাশিত: ০৫:৪৭, ৭ নভেম্বর ২০১৬

হলুদ রঙের তরমুজ

আরবের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের পাশের শহর শারজাহতে গত শনিবার এক ধনকুবের নিজের বাগানে অদ্ভুত একটি ফল দেখতে পান, যা আসলে এক ধরনের তরমুজ। এটির রং হলুদ। এটিকে অনেকে বিরল জাতের তরমুজ বলেছে। পাশাপাশি এই তরমুজের শরীরে আরবি হরফ লেখা ছিল। পুলিশের ধারণা, সমুদ্র তীরবর্তী আরব শেখের বাগানে বাইরে থেকে কেউ ওই তরমুজ ছুড়ে দিতে পারে। কারণ ব্যক্তিগত ওই বাগানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত। তবে তরমুজের শরীরে অদ্ভুত লেখা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে কালো জাদুর কাজ বলেও ব্যাখ্যা করেছেন। আরব আমিরাতে কালো জাদুর চর্চা নিষিদ্ধ হলেও সাগরপাড়ে এই চর্চা নতুন কিছু নয়।-আরব নিউজ অবলম্বনে
×