ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারবারকে থামিয়ে চ্যাম্পিয়ন চিবুলকোভা

প্রকাশিত: ১৯:৫১, ৩১ অক্টোবর ২০১৬

কারবারকে থামিয়ে চ্যাম্পিয়ন চিবুলকোভা

অনলাইন ডেস্ক ॥ অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে শিরোপা জয়ের হাসি হাসলেন ডোমিনিকা চিবুলকোভা। রোববার ডব্লিউটিএ ফাইনালসে স্লোভাকিয়ার চিবুলকোভা ৬-৩ এবং ৬-৪ গেমে হারান জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে। সেইসঙ্গে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ২০১৪ সালে প্রথমবারের মতো আলোচনায় উঠে আসেন চিবুলকোভা। সেবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে চীনের লি নার কাছে হেরে যান। এতোদিন পর্যন্ত সেটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা পারফরম্যান্স। দুই বছর পর ডব্লিউটিএ ফাইনালসে চ্যাম্পিয়ন হলেন তিনি। সেইসঙ্গে ২.০৫ মিলিয়ন ডলারের চেক জিতে নিলেন স্লোভাকিয়ান তারকা। অথচ সিঙ্গাপুরের এই টুর্নামেন্টে শীর্ষ বাছাই হিসেবে খেলতে নামেন কারবার। সম্প্রতি ইউএস ওপেন জয়ের পর বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করে যেন উড়ছিলেন তিনি। আর সেই কারবারকেই হারিয়ে চ্যাম্পিয়ন চিবুলকোভা। নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। ম্যাচ শেষে ২৭ বছর বয়সী ডোমিনিকা সিবুলকোভা জানিয়েছেন এটাই তার ক্যারিয়ারের সেরা অর্জন, ‘আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে সেরা মুহূর্ত।’
×