ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়তে পারে ॥ মুহিত

প্রকাশিত: ০৮:৫৭, ৩১ অক্টোবর ২০১৬

ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়তে পারে ॥ মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, সেটা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে হবে। রবিবার সচিবালয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন বিএবি এবং প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বৈঠকে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এবিবির চেয়ারম্যান আনিস এ খানসহ দুই সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালকদের মেয়াদ বাড়তে পারে। বর্তমানে তারা দুই মেয়াদের বেশি থাকতে পারেন না। উদ্যোক্তা হিসেবে তারা মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন। এটা ১০-১৫ বছর করা হতে পারে। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। তিনি বলেন, বৈঠকে উভয় সংগঠন বেশ কয়েকটি প্রসঙ্গ উপস্থাপন করেছে। এর মধ্যে শ্রম আইনে ‘ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড’ নামে একটি ফান্ড আছে। এটি ব্যাংক কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা জানতে চেয়েছেন। আর এমন বিধান থাকলে ব্যাংকের ক্ষেত্রে তা বাদ দেয়ার দাবি জানিয়েছে।
×