ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে সরকারী শেয়ার প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ অক্টোবর ২০১৬

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে সরকারী শেয়ার প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার ॥ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি হতে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তামাক বিরোধী এ সংগঠনটির সদস্যরা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচী পালন করে। ডব্লিউবিবি ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় কর্মসূচীতে মাদক ও নেশাবিরোধী কাউন্সিলের উপদেষ্টা রফিকুল ইসলাম মিলন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা বলেন, ২০১৫ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সরকার ও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ১১ দশমিক ৪৫ ভাগ শেয়ার রয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন পণ্য ব্যবসায় সরকারের অংশীদারিত্ব থাকার বিষয়টি দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।
×