ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা চিন্তিত: রিজভী

প্রকাশিত: ০২:৫০, ২৮ অক্টোবর ২০১৬

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা চিন্তিত: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সারাদেশের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পর্যালোচনা করলেই দেখা যায় নারী ও শিশু নির্যাতনের হার কিভাবে বেড়েছে। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আজ শুধু নারী সমাজ নয়, সরকারের দুঃশাসনে সারাদেশের মানুষ উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে। কোথাও কারো কোন নিরাপত্তা নেই, আইনশৃংখলা বলতে কিছুই নেই। তিনি বিএনপির পক্ষ থেকে নারী সমাজসহ সকল স্থরের মানুষকে সকল পৈশাচিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। রিজভী বলেন, প্রধানমন্ত্রী কারণে-অকারণে অকাতরে কথার ধারাবর্ষণ করে যান। বিশেষভাবে বিরোধী দলগুলোকে কষে গালমন্দ করতে সারা দুনিয়ায় তার জুড়ি মেলা ভার। দেশে এতসব ঘটনা ও পদে পদে নারী লাঞ্ছনা, ধর্ষণ ও হত্যার পরও প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন? রিজবী তার বক্তব্যে দেশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার উদাহারণ উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
×