ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁর রানীনগরে স্থগিত ৩ ভোটকেন্দে পুনঃভোটগ্রহন সোমবার

প্রকাশিত: ২২:১১, ২৮ অক্টোবর ২০১৬

নওগাঁর রানীনগরে স্থগিত ৩ ভোটকেন্দে পুনঃভোটগ্রহন সোমবার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের স্থগিত ৩টি ভোট কেন্দ্রে পুনঃভোটগ্রহন সোমবার (৩১ অক্টোবর)। সে অনুযায়ী চলছে পুনঃ ভোট গ্রহণের সকল প্রস্তুতি। ভোট কেন্দ্র ৩টি হলো, আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্র, শিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। গত ২৫ সেপ্টেম্বরে নির্বাচন কমিশন তফশিল ঘোষনা করার পর থেকে আবারও এই ৩টি কেন্দ্রে নতুন করে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা কোমড় বেঁধে ফের নেমেছেন নির্বাচনী মাঠে। রাত-দিন নতুন করে এই এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা একটি ভোটের জন্য। ১নং কেন্দ্র আল-আমিন দাখিল মাদ্রাসায় ভোট প্রদান করবেন উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের ২হাজার ৮শ’ ৯১ জন ভোটার। ৭ নং কেন্দ্র শিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন সোনাকানিয়া (সিংড়াডাঙ্গা) ও শিম্বা গ্রামের ১হাজার ৫শ’ ৪৪জন ভোটার এবং ৯নং লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন ১হাজার ৭শ’ ৭৯ জন ভোটার। গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। এতে ৩ হাজার ২শ’ ৮৪ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ বিদ্রোহী) মোঃ গোলাম মোস্তফা এগিয়ে আছেন। তার নিকটতম প্রার্থী আ’লীগের আসাদুজ্জামান পিন্টু নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ২ হাজার ২শ’ ৪২ ভোট।
×