ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাক-ভারত সীমান্তে গোলাগুলি ॥ বিএসএফসহ নিহত ৪

প্রকাশিত: ০৮:৫৪, ২৫ অক্টোবর ২০১৬

পাক-ভারত সীমান্তে গোলাগুলি ॥ বিএসএফসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে বিএসএফ সদস্য ও শিশুসহ চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে আরএস পুরা এলাকায় পাকিস্তানী সেনাদের গুলিতে এক বিএসএফ সদস্য ও ছয় বছর বয়সী এক বালক নিহত এবং নয়জন আহত হয়। অন্যদিকে ভারতীয় সেনাদের গুলিতে ওয়ার্কিং সীমানায় এক বছর বয়সী শিশুসহ দুজন নিহত এবং সাতজন আহত হয় বলে জানায় পাকিস্তান ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)। খবর এনডিটিভি ও ডন অনলাইনের। বিএসএফের একজন মুখপাত্র জানান, আরএস পুরা এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা রবিবার দু’দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এর পাল্টা জবাব দেয়। আহত সেনাদের দ্রুত জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজন মারা যায়। এদিকে পাকিস্তানের আইএসপিআর সোমবার এক বিবৃতিতে জানায়, বিনা উস্কানিতে ভারতীয় সেনাদের গুলিতে ওয়ার্কিং সীমানায় জাঙ্গলোরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ লতিফ এবং ছোট্ট শিশু হানিয়া নিহত হয়। এ সময় গুলিতে আরও সাত বেসামরিক নাগরিক আহত হয়। আহতদের শিয়ালকোটের সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। আইএসপিআর জানায়, ওয়ার্কিং সীমানার হারপাল, পুখলিয়ানা এবং চারওয়া এলাকায় ভারতীয় সেনারা গুলি এবং শেল নিক্ষেপ করে।
×