ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গৃহবধূ হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ অক্টোবর ২০১৬

গৃহবধূ হত্যার  দায়ে ৫ জনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৪ অক্টোবর ॥ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গৃহবধূ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দ-াদেশ প্রদান করেছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আবুল বাসার ওরফে বাদশা খান, আলম হাওলাদার ওরফে আলম, পার্শ্ববর্তী রোলা গ্রামের বাবুল হাওলাদার, কবির হোসেন ও আব্দুল মন্নান ফকির ওরফে কালা মন্নান। উল্লেখ্য, ২০০২ সালের ১৬ জানুয়ারি রাত ১২টায় আসামিরা একই গ্রামের আব্দুস সত্তার খানের স্ত্রী আম্বিয়া খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
×