ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবুধাবী টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

প্রকাশিত: ০৬:২৪, ২৪ অক্টোবর ২০১৬

আবুধাবী টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবী টেস্টেও চলছে পাকিস্তানের দাপট। ইউনুস খানের সেঞ্চুরি (১২৭) ও অধিনায়ক মিসবাহ-উল হকের (৯৬) প্রায় সেঞ্চুরির দুটি ইনিংসের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৫২ রানের বড় স্কোর গড়ে পাকিরা। এরপর ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেয় ২২৪-এ। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১১৪ রান তুলে ইতোমধ্যে ৩৪২ রানের লিড নিয়েছে মিসবাহ-বাহিনী। আজহার আলী ৫২ ও আসাদ শফিক ৫ রান নিয়ে ব্যাট করছেন। দুবাইয়ে দিবা-রাত্রির প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে তারা। নিজেদের টিকিয়ে রাখতে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয়দের সামনে এই টেস্টে জয়ের বিকল্প নেই। তিন দিনেই যা অবস্থা তাতে সেটি অসম্ভব বলেই মনে হচ্ছে! ৪ উইকেটে ১০৬ রান নিয়ে রবিবার তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ১১৮ রান যোগ করতে বাকি ৬ উইকেট হারায় হোল্ডারের দল। পাকিস্তানের সাড়ে ৪শ’র জবাবে অতিথিরা এদিন মোটেই সুবিধা করতে পারেনি। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। ৯৪.৪ ওভার খেললেও ২২৪ রান করে ফলোঅনে পড়ে ক্যারিবীয়রা। যদিও প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে বিশাল লিডের লক্ষ্যে পাকিরা নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়ে। ফলোঅন এড়াতে তৃতীয় দিনে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ১৪৭ রান। কিন্তু রাহাত আলি, ইয়াসির শাহ ও সোহাইল খানের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে সেটি করতে পারেনি তারা। ক্যারিবীয়দের পক্ষে ২২ রান করেছেন টেল-এন্ডার রোস্টন চেজ। দলকে অন্তত ফলোঅন এড়াতে লড়াইটা একাই করেছেন দলীয় অধিনায়ক জেসন হোল্ডার, ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। শ্যানন গ্যাব্রিয়েল করেন ১৩ রান। ১১ রান আসে শাই হোপের ব্যাট থেকে। ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান অবশ্য আগের দিন আউট হওয়া ড্যারেন ব্রাভোর। ৪৩ রান করে আউট হন তিনি। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। এর মধ্য দিয়ে সাঈদ আজমলের পর দ্বিতীয় পাকিস্তানী হিসেবে আরব আমিরতে ৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তুখোড় এই লেগস্পিনার। রাহাত আলীর শিকার ৩ উইকেট দিয়ে ষষ্ঠ বাঁ-হাতি পাকিস্তানী পেসার হিসেবে ৫০ শিকারের ল্যান্ডমার্ক অতিক্রম করেন তিনি। অপর পেসার সোহাইল খান লাভ করেন ২ উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন সামি আসলাম ও আজহার আলী। উদ্বোধনী জুটিতে ৯৩ রান যোগ করেন দু’জনে। ঠিক ৫০ রান করে আসলাম আউট হলেও ৫২ রানে অপরাজিত প্রথম টেস্টের ট্রিপল সেঞ্চুরিয়ান আজহার। আজ লিডটা যে বহুদূর যাবে সেটি বলা বাহুল্য। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ৪৫২/১০ (১১৯.১ ওভার; ইউনুস ১২৭, মিসবাহ ৯৬, শফিক ৬৮, সরফরাজ ৫৬, সোহাইল ২৬, নওয়াজ ২৫, ইয়াসির ২৩, আসলাম ৬; গ্যাব্রিয়েল ৫/৯৬, হোল্ডার ৩/৪৭, ক্রেইগ ব্রেথওয়েট ১/৩৬) ও দ্বিতীয় ইনিংস ১১৪/১ (৩৯ ওভার; আজহার ৫২*, সামি আসলাম ৫০, আসাদ শফিক ৫*; গ্যাব্রিয়েল ১/২১) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২২৪/১০ (৯৪.৪ ওভার; ড্যারেন ব্রাভো ৪৩, স্যামুয়েলস ৩০, হোল্ডার ৩১*, চেজ ২২, ক্রেইগ ব্রেথওয়েট ২১, বিশু ২০, গ্যাব্রিয়েল ১৩, লিও জনসন ১২, হোপ ১১; ইয়াসির ৪/৮৬, রাহাত ৩/৪৫, সোহাইল ২/৩৫)। ** তৃতীয় দিন শেষে
×