ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এমআইএসটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভ্যাল

প্রকাশিত: ০৬:০৮, ২১ অক্টোবর ২০১৬

এমআইএসটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভ্যাল

মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) বৃহস্পতিবার দিনব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভ্যাল-২০১৬ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং: ইস্যু, চ্যালেঞ্জ এ্যান্ড অপরচুনিটিস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট র্শীষক সম্মেলন অনুষ্ঠিত হয়। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের, এনডিসি, পি ইঞ্জিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সম্মেলনে পদ্মা সেতু নির্মাণ বিষয়ে মেজর জেনারেল আবু সাইদ মোঃ মাসুদ, বিএসপি এবং বাংলাদেশে ঝুঁকিপূর্ণ ভবনের বিবেচনার দিকনির্দেশনা বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত সিই ফেস্ট-২০১৬ সকালে র‌্যালির মাধ্যমে শুরু হয়। এ ছাড়া মডেল সেতু নির্মাণ এবং ওজন যাচাইকরণ, পোস্টার উপস্থাপনা, প্রজেক্ট প্রদর্শনী এবং মেকানিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়। -আইএসপিআর
×