ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি কর্মকর্তা নিয়োগ

পাঁচ ভুয়া পরীক্ষার্থীর জেল, ইলেক্ট্রনিক ডিভাইসসহ ১২ জনকে র‌্যাবে সোপর্দ

প্রকাশিত: ০৬:১৩, ৮ অক্টোবর ২০১৬

 পাঁচ ভুয়া পরীক্ষার্থীর জেল, ইলেক্ট্রনিক ডিভাইসসহ ১২ জনকে র‌্যাবে  সোপর্দ

স্টাফ রিপোর্টার ॥ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকায় ১৩ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৫ হাজার ২৪৩ আবেদনকারীর মধ্যে ২০ হাজার ৯৩৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় ৫ জন ভুয়া পরীক্ষার্থী চিহ্নিত হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এছাড়া ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার ও ব্যবহারকারীকে সহায়তার সময় ধরা পড়ে ১২ জন। তাদের প্রত্যেককে র‌্যাবে সোপর্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) তত্ত্বাবধানে ১৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ জন ভুয়া পরীক্ষার্থীকে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এরা হলেনÑসুজন আলী (২৬), মোঃ নবাব আলী (২৪), এস এম দিদারুল ইসলাম (২৪), আসিফ মোঃ রাব্বানী (২৪) এবং বি এম ফেরদৌস হোসেন (২২)। এছাড়া ১১ জন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় ধরা পড়েন। এছাড়া একজনকে ডিভাইস ব্যবহারকারীর সহযোগী হিসেবে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পার্শ্ববর্তী স্থান থেকে তাৎক্ষণিকভাবে ধরা হয়েছে। ইলেক্ট্রনিক ডিভাইসসহ ধরা পড়া ১২ জনকে র‌্যাবের নিকট সোপর্দ করা হয়। এরা হলেন সোহেল রানা (২৫), মোঃ আবুল বাসার (৩০), মোঃ দেলওয়ার হোসেন (২৫), মোঃ আশরাফুল ইসলাম (২৪), তপন কুমার সরকার (৩০), মোঃ সোহেল রানা (২৬), ত্রিদিব কুমার হাজরা (২৭), সাজেদুর রহমান (২৮), মোঃ জিয়ারুল ইসলাম জুয়েল (২৩), পাপিয়া খাতুন (৩০), মোঃ রফিকুজ্জামান (৩৪)।
×