ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশী ক্রেতাদের নিরাপত্তা প্রদানের দাবি জানালে মেয়র আনিসুল

প্রকাশিত: ০৮:২৩, ৬ অক্টোবর ২০১৬

বিদেশী ক্রেতাদের নিরাপত্তা প্রদানের দাবি জানালে মেয়র আনিসুল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থায় বিদেশী কূটনীতিকদের আত্মবিশ্বাস বাড়লেও ভয়ের রেশ এখনও পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। এজন্য তারা ডিপ্লোম্যাটিক জোন বারিধারা ও গুলশানে নিরাপত্তা প্রদানের সঙ্গে সঙ্গে অন্য যেসব স্থানে বিদেশী ক্রেতাদের প্রায়ই যেতে হয়, সেসব স্থানেও নিরাপত্তা প্রদানে সরকারের কাছে দাবি জানিয়েছেন। বুধবার গুলশান ২নং চত্বরের ডিএনসিসি নতুন ভবনে গুলশান হামলা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা ও ডিপ্লোম্যাটিক জোনের ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিদেশী ক্রেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘লাইফ এ্যান্ড বিজনেস এ্যাজ ইউজুয়্যাল’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম সামসুল হুদা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি, এফবিসিসিআইর সাবেক সভাপতি মির নাসির হোসেন এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
×