ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁয় মিটার ছাড়াই শতাধিক বাড়িতে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁয় মিটার ছাড়াই শতাধিক বাড়িতে বিদ্যুত সংযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ সেপ্টেম্বর ॥ বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে শতাধিক বাড়িতে মিটার ছাড়াই বেআইনীভাবে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। এসব বিদ্যুত সংযোগে সংশ্লিষ্ট পিডিবি কর্মকর্তারা দালালদের মাধ্যমে ২০ লক্ষাধিক টাকার চাঁদাবাজি করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সান্তাহার বিদ্যুত উন্নয়ন র্বোডের (পিডিবি) অধীনে বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের আড়াই শ’ গ্রাহককে নতুন সংযোগ দেয়ার নামে কতিপয় অসাধু কর্মকর্তা দালালদের মাধ্যমে ২০ লক্ষাধিক টাকা আদায় করে। কিন্তু সময়মতো সংযোগ দিতে ব্যর্থ হলে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। অগত্যা গত ঈদ উল আযহার দুদিন আগে মিটার ছাড়াই গ্রাহকদের অবৈধভাবে বিদ্যুত চালাতে অনুমতি দেয় পিডিবির ওই অসাধু কর্মকর্তারা। ফলে গ্রামটিতে মিটার ছাড়াই বিদ্যুতের লাইন চালু করা হয়েছে। বিলাশবাড়ি ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন, বর্তমানে বিদ্যুত একটি দুর্লভ পণ্যে পরিণত হয়েছে। সে কারণে কিছু লোক অফিসকে ম্যানেজ করে এমন কাজ করছে । এ ব্যাপারে বৃহস্পতিবার সান্তাহার পিডিবির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় বা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি জানান, শ্রীরামপুর গ্রামে ঈদের দুই দিন আগে পিডিবির ট্রান্সফরমার লাগানো হয়। ঈদের ছুটির ব্যস্ততার কারণে লাইনটি ট্রিপ করা হয়নি। আর সে সুযোগে স্থানীয় কিছু ছেলে লাইনটি চালু করে। পরবর্তীতে আমরা জানতে পেরে ট্রান্সফরমার ট্রিপ করে রাখি। তবে নিয়ম অনুসারে মিটার লাগানোর প্রেক্ষিতে সংযোগ দেয়া হচ্ছে।
×