ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে সন্তান হত্যার দায়ে মায়ের ফাঁসি

প্রকাশিত: ২৩:০২, ২৮ সেপ্টেম্বর ২০১৬

রংপুরে সন্তান হত্যার দায়ে মায়ের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরে লাকী খাতুন নামে ১ বছর বয়সী এক শিশু সন্তানকে হত্যার দায়ে আপন মা রাহেলা খাতুনের (৩০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রাহেলা আদালতে উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে নিজ শিশু কণ্যা লাকীকে গলাটিপে হত্যা করে তার মা রাহেলা। আদালত সূত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে লাবলু মিয়ার সাথে একই উপজেলার জয়দেব সরকারপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে রাহেলা খাতুনের ২০০২ সালে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে জন্ম হয় লাকী খাতুনের। ঘটনার কয়েকদিন আগে স্বমীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যান রাহেলা। এরপর ঘটনার দিন ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর রাতের কোন এক সময়ে পারিবারিক বিরোধের জেরে নিজ মেয়ে লাকীকে গলাটিপে হত্যার পর তার মরদেহ বাড়ির পাশে পুকুরের পানিতে ফেলে দেন মা রাহেলা খাতুন। পরদিন সকালে বাড়ির লোকজনসহ স্থানীয়রা লাকীর মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেন। এ ঘটনায় ২০০৪ সালের ১ অক্টোবর স্বামী লাবলু মিয়া বাদী হয়ে সন্তানকে হত্যার অভিযোগে স্ত্রী রাহেলা খাতুনকে আসামী করে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রায় দীর্ঘদিন ৪ বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর আজ বুধবার এর রায় ঘোষণা করা হয়।
×