ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খোকন তালুকদার

ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে

প্রকাশিত: ০৭:১২, ৫ সেপ্টেম্বর ২০১৬

ঈদের ছুটিতে  বিনোদন কেন্দ্রে

ঈদ মানেই আপনজনদের কাছে যাওয়া বা তাদের কাছে পাওয়া। পরিবারের সঙ্গে সময় কাটানো নিজেদের মতো করে। ঈদকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনায় থাকে পারিবারিক নানা আয়োজন। যেহেতু এটি কোরবানি ঈদ তাই ঈদের দিনটিতে ব্যস্ত থাকবে সবাই। তবে আপনার হাতে সময় রয়েছে ঈদের পর দিন। আপনি দূরে যেতে পারছেন না! সমস্যা নেই, সপরিবারে ঘুরে আসতে পারেন ঢাকার কোন দর্শনীয় স্থান বা বিনোদন কেন্দ্রগুলোয়। জাতীয় জাদুঘর : ঈদের ছুটিতে সপরিবারে ঘুরে আসার জন্য পছন্দের তালিকায় প্রথমে রাখতে পারেন জাতীয় জাদুঘর। জানতে পারবেন আদিম মানুষের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান মানুষের সমাজ ব্যবস্থা সম্পর্কে। জানবেন ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তি যুদ্ধের ইতিহাস। লালবাগ কেল্লা : সপরিবারের ঘুরে আসার মতো জায়গাগুলোতে যদি ভিন্নতা আনতে চান তা হলে লালবাগ কেল্লাও রাখতে পারেন পছন্দের তালিকায়। ১৬৭৮ সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহের আমলে নির্মিত হওয়া এই স্থানটিতে পাবেন মুক্ত পরিবেশ। দেখতে পাবেন শায়েস্তা খাঁয়ের কন্যা পরি বিবির মাজারও। চিড়িয়াখানা : প্রকৃতি ও পশুপাখিপ্রেমিরা ঘুরে আসতে পারেন জাতীয় চিড়িয়াখানা থেকেও। যাদের ঈদেও দিন কোন কাজ নেই তারা আনন্দের এদিনে হারিয়ে যেতে পারেন প্রকৃতি ও পশুপাখির সমারোহে। সাফারি পার্ক : হাতে একটু সময় নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এখানে বন্য পরিবেশে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বন্য গরু, হনুমান দেখতে পারেন খুব কাছ থেকে। এ ছাড়াও সাফারি পার্কের ভেতরে রয়েছে গ্লাস ধারা বেষ্টিত টাইগার ও লায়ন রেস্টুরেন্ট। যেখানে বসে চা খেতে খেতে বাঘ ও সিংহের চলাফেরা দেখতে পাবেন। শিশুপার্ক : আপনার পরিবারে ছোট ছেলেমেয়ে থাকলে তাদের নিয়ে ঘুরে আসতে পারেন শিশুপার্ক থেকে। ঈদ সামনে রেখে শিশুপার্কের সৌন্দর্যেও আনা হয় ভিন্নতা। যমুনা ফিউচার পার্ক : ঈদকে আরও প্রাণবন্ত করতে চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার মধ্যেই অবস্থিত যমুনা ফিউচার পার্ক থেকে। রোলার কোস্টার, টাউয়ার চেলেঞ্জারের মতো রাইডসের পাশাপাশি এখানে রয়েছে বোলিং এ্যালি, সুইমিং পুল, সিনে কমপ্লেক্স ও শপিংমল। যা আপনার দিনটাকে এনে দেবে আনন্দের নতুন মাত্রা। এ ছাড়া আপনার জন্য আমাদের প্রাণের শহর ঢাকায় রয়েছে হাতিরঝিল, ধানম-ি লেকের মতো স্থান। আপনি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডাবাজি করতে পারেন। এ সবের বাইরে পুরান ঢাকার বলধা গার্ডেন থেকে রমনা পার্ক, সোহ্রাওয়ার্দী বা চন্দ্রিমা উদ্যান, রবীন্দ্র সরোবর এবং জাতীয় উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকাও আপনার নিজের। এখানেও বন্ধুদের খন্ড খন্ড জটলা থাকবে বিকেল থেকে রাত অবধি।
×