নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ মঙ্গলবার রাত ১১ টায় জেলা শহরের খোর্দ্দসাপটানাস্থ বাড়ির নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে মায়ের ওঁড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্র।
জানা গেছে, নিহত ফয়িম আল শাহারিয়ার রিয়াম (১৪) লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্র। প্রেম জনিত কারণে আত্মহত্যা করেছে বলে জানাযায়। নিহতের বাবা সামছুল হক ও মা স্কুল শিক্ষিকা ফাতেমা খাতুন রানী বাসায় ছিল না। তারা পারিবারিক বিয়ের অনুষ্ঠানে বাড়ির বাহিরে ছিল। এই সুযোগে নিজ শয়ন কক্ষে রাতে কোন এক সময় রিয়াম মায়ের শাড়ির ওড়না প্যাচিঁয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমডেম করতে নিয়ে গেছে। ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ
লালমনিরহাটে ৯ম শ্রেনির ছাত্রের আত্মহত্যা
প্রকাশিত: ২২:২০, ৩১ আগস্ট ২০১৬
আরো পড়ুন