ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওসিকে টাকা না দেয়ায় যুবক কারাগারে

প্রকাশিত: ০৪:১৯, ২৭ আগস্ট ২০১৬

ওসিকে টাকা না দেয়ায় যুবক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ আগস্ট ॥ বাউফল থানার ওসিকে দাবিকৃত টাকা না দেয়ায় হারুন অর রশিদ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। হারুন অভিযোগ করেন, এএসআই মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাগুজীপুলস্থ বাসায় থেকে ওসির কথা বলে থানায় ডেকে নিয়ে যায়। এরপর ওসি আযম খান ফারুকী তার রুমে আমার কাছে এক লাখ টাকা দাবি করেন। আমি তার দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, তিনি বিক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি আমাকে থানা হাজতে ঢুকিয়ে রাখেন। পরের দিন সকালে (শুক্রবার) ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বাউফল থানার ওসি আযম খান ফারুকী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, হারুন একজন চিহ্নিত সিএনজি চোর। দেশের বিভিন্ন এলাকা থেকে সিএনজি গাড়ি চুরি করে এনে বিক্রি করেন। হারুনের বিরুদ্ধে বাউফল থানায় এ জাতীয় কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি কোন জবাব দেননি।
×