ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গাইবান্ধার বাজে চিথুলিয়া চরে জঙ্গী বিরোধী সমাবেশ

প্রকাশিত: ২৩:১৮, ২৪ আগস্ট ২০১৬

গাইবান্ধার বাজে চিথুলিয়া চরে জঙ্গী বিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নের বাজে চিথুলিয়া চরে আজ বুধবার সন্ত্রাস ও জঙ্গী বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন। গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও জেলা পুলিশ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। গাইবান্ধা ও রংপুর বিভাগীয় কমিনিউটি পুলিশিং ফোরামের আহবায়ক এম. আব্দুস সালামের সভাপতিত্বে এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্তি পুলিশ সুপার আশফিকুজ্জামান আকতার জামান, সিনিয়র সহকারি পুলিশ হেড কোয়াটার খায়রুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মন্ডল, জাকির হোসন প্রমুখ। সমাবেশে রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, জঙ্গিরা চর কিংবা পাহাড় যেখানেই থাকুন না কেন পুলিশ জনতা মিলে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। সুতরাং জঙ্গিরা কিছুতেই পার পাবে না। তিনি উল্লেখ করেন, কিছু বিপদগামী মানুষের কারণে সাধারণ মানুষের জীবনযাপন ঝুঁকিপূর্ণ হবে তা শান্তিপ্রিয় জনগণ পুলিশ কখনই মানবে না। রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বধরণের সহযোগিতা করবে। পরে ঢাকাস্থ ল্যাব এইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ’ ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ ও তেলের একটি প্যাকেট।
×