ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনলাইন গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৯, ২৪ আগস্ট ২০১৬

অনলাইন গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য শীঘ্রই জাতীয় সম্প্রচার আইনের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও বলেন, অনলাইন গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় দুস্থ সাংবাদিককে অনুদান দেয়া উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্যমন্ত্রী। সম্প্রচার আইন প্রণয়নের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রফেসর গোলাম রহমানের নেতৃত্বে কমিটি দীর্ঘদিন কাজ করার পর আইনের খসড়া আমাদের কাছে জমা দিয়েছে। মনে রাখা দরকার যে ওনারা এটা জমা দেয়ার আগে, উন্মুক্ত আলাপ-আলোচনা সম্পন্ন করেছেন। ওয়েবসাইটে দেয়া হয়েছে। সেখানে যে মতামতগুলো এসেছে, তা নিয়ে তারা কাজ করেছেন। খসড়া আইনটি মন্ত্রণালয়ে দিয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। অল্প কয়েকদিনের ভেতরেই মন্ত্রিপরিষদে (মন্ত্রিসভা বৈঠকে) পাঠাব। অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেয়ার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য এক হাজার ৭০০ এর বেশি আবেদন জমা পড়েছে। আয়ারল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়ারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে রবিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ড আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আমিন শাকিলের উপস্থাপনায়, কিবরিয়া হায়দারের সভাপতিত্বে শোকসভার শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ারল্যন্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, প্রধান বক্তা আয়ারল্যান্ড আওয়ামী লীগ সহসভাপতি মিজানুর রহমান, আব্দুল হক সাগর, জসিম উদ্দিন, আব্দুল খালেক, স্বপন তালেব, জাকির হোসেন জামাল, খাদিজা আকতার নিপু, রজিনা পারভিন স্বপ্না, সুইটি হক, মোহাম্মদ ইবনান, শামিম হক, কাউসার হোসেন, আবদুল খালেক, টিটু প্রমুখ। -বিজ্ঞপ্তি ঝুঁকিপূর্ণ ফুটপাথ রাজধানী ঢাকার ফুটপাথগুলো নানা কারণে পথচারীদের হাঁটাচলার অনুপযোগী হয়েছে। তারপরও যেসব ফুটপাথ ফাঁকা রয়েছে সেগুলোও বেশ ঝুঁকিপূর্ণ। চলাচলের সময় একটু অসতর্ক বা বেখেয়ালী হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মানিক মিয়া এ্যাভিনিউয়ের বঙ্গবন্ধু চত্বরসংলগ্ন ফুটপাথে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোহার রড। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। সমান তালে আধুনিক যুগে পুরুষের চেয়ে কোন কিছুতেই কম যান না নারীরা। যে কোন কাজে পুরুষের মতো দক্ষতার পরিচয় দিচ্ছেন তারা। ব্যস্ত রাজধানীতে হাজার হাজার গাড়ি আর যানবাহনের ফাঁকে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক তরুণী। ছবিটি মঙ্গলবার কাওরান বাজার এলাকা থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×