ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ি থানায় অভিযোগ অসামাজিক কাজের প্রতিবাদ করায় শিক্ষককে জুতাপেটা

প্রকাশিত: ০৫:৪৩, ২০ আগস্ট ২০১৬

টঙ্গীবাড়ি থানায় অভিযোগ অসামাজিক কাজের প্রতিবাদ করায় শিক্ষককে জুতাপেটা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলার টঙ্গীবাড়ি উপজেলার নয়ানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসূল আলমকে জুতাপেটা ও মারধরের অভিযোগে উঠেছে। বৃহস্পতিবার এই শিক্ষক বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। লাঞ্ছিত শিক্ষক জানান, উপজেলার যশলং গ্রামের এক প্রবাসীর স্ত্রী এলাকার কিছু যুবকের সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। একজন শিক্ষক হিসেবে তিনি এর প্রতিবাদ করেন। এর জের ধরে গত ১১ আগস্ট বিকেলে টঙ্গীবাড়ি বাজারে ঐ প্রবাসীর স্ত্রীর প্রেমিক প্রবর তাকে প্রথমে জুতাপেটা ও পরে মারধর করে। গণ্যমান্য ব্যক্তিরা সালিশের উদ্যোগ নেন। বৃহস্পতিবার টঙ্গীবাড়ি উপজেলা পরিষদে সালিশের দিন ধার্য করা হয়। তাই তিনি থানা-পুলিশকে অবগত করেননি। কিন্তু অভিযুক্তরা না আসায় সালিশ বৈঠক আর হয়নি। তাই ভুক্তভোগী শিক্ষক থানায় এই অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা এসআই জাহাঙ্গীর জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
×