ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৯০ মিটার চুরুট

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ আগস্ট ২০১৬

৯০ মিটার চুরুট

এবার ৯০ মিটার (২৯৫ ফুট) অর্থাৎ একটি সকার খেলার মাঠের সমান দৈর্ঘ্যরে চুরুট বানিয়ে রেকর্ড গড়লেন এক কিউবান। রেকর্ডটি অবশ্য এতদিন তার নিজের দখলেই ছিল। প্রিয় নেতা ফিদেল ক্যাস্ট্রোর ৯০তম জন্মদিনে বিশ্বের সর্ববৃহৎ এ চুরুটটি তৈরি করেন হোসে কুইটো ক্যাসলার। বিশ্বের সবচেয়ে বড় চুরুট বানিয়ে এর আগেও অন্তত ছয়বার তার নাম গিনেচ বুকে উঠেছে। চুরুটটি তৈরি করতে পাক্কা দুই সপ্তাহ সময় নেন এ চুরুট প্রস্তুতকারী। এ কাজে তাকে সহায়তা করেছে কয়েক ডজন স্থানীয় কারিগর। তবে চুরুটটি লম্বায় ৯০ মিটার হলেও এটির পুরুত্ব একটি সাধারণ চুরুটের মতোই। শনিবার কিংবদন্তি বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর ৯০তম জন্মদিনে এটি তৈরি শেষ করেন ক্যাসলার। চুরুটটি উৎসর্গ করেন প্রিয় নেতাকে। তৈরি শেষে গণমাধ্যমের সামনে হাস্যোজ্জ্বল ক্যাসলার বলেন, চুরুটটির দৈর্ঘ্য ৯০ মিটার। আর আজ আমাদের কমান্ডার (ফিদেল ক্যাস্ট্রো) ৯০ বছর পূর্ণ করলেন। তিনি বলেন, এ খবর আমার প্রিয় কমান্ডারের কানে পৌঁছবে কি-না জানি না। তবে আমি আমার এ পরিশ্রম তার নামেই উৎসর্গ করছি। উল্লেখ্য, ফিদেল ক্যাস্ট্রোর অনেক ছবিতে তাকে চুরুট টানতে দেখা যায়। তবে এখন তিনি চুরুট টানেন না বলে ধারণা করা হয়। ক্যাসলার আরও বলেন, আমি ও আমার দল গত দুই সপ্তাহ ধরে গড়ে ১২ ঘণ্টা করে কাজ করেছি। হাভানা হারবারের পাশে ঔপনিবেশিক আমলের একটি দুর্গের টেবিলের ওপর চুরুটটি তৈরি করা হয়েছে। বিবিসি ও ইন্ডিপেনডেন্ট অবলম্বনে।
×