ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিখ্যাত সব ফ্যাশন হাউস

প্রকাশিত: ০৬:৪৯, ১২ আগস্ট ২০১৬

বিখ্যাত সব ফ্যাশন হাউস

ধরুন একটা ছেলে যদি ইউনিফর্ম পরে থাকে তার প্রতি আপনার দৃষ্টি ভঙ্গি হবে অন্যরকম। আপনি সহজেই বুঝে যাবেন সে একজন স্কুল বা কলেজ পড়ুয়া। আর যদি আপনি অফিসে হাফ প্যান্ট পরে যান! তাহলে কেমন হবে? তাই পোশাকের মাধ্যমে সহজেই বোঝা যায় আপনি কোন দেশে বাস করেন বা কোন সংস্কৃতি থেকে আপনার আগমন। ফ্যাশনের মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্ব ও রুচির বহির্প্রকাশ ঘটায়। তাই ফ্যাশন মাধ্যমেই আপনি হয়ে উঠতে পারেন রুচিশীল বা আকর্ষনীয় ব্যক্তিত্ব। সভ্যতার শুরু থেকেই মানুষ ফ্যাশন সচেতন। শুধু সময়ের সাথে সাথে ঘটেছে এর উন্নয়ন এবং পরিবর্তন এসেছে এর রীতিতে। যেমন পোশাকে, সাজসজ্জায়, দেহসজ্জায় বা দৈনন্দিন ব্যবহারিক জিনিসপত্রে। তবে, কারিগরি দিক থেকে পোশাকীয় পরিভাষাগুলোর সঙ্গে ফ্যাশন পরিভাষাটির যোগসূত্র বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শব্দটি জমকালো বা মূল্যবান পোশাক বা ব্যবহার্য বোঝাতে অধিক ব্যবহৃত হচ্ছে আজকাল। ইউরোপ-আমেরিকার মানুষ আমাদের এশিয়া বা আফ্রিকা অঞ্চলের মানুষের চেয়ে বেশী ফ্যাশন সচেতন। যেহেতু সেখানে সভ্যতা আগে এসেছে আর তাই সেখানে গড়ে উঠেছে বিশ্বমানের সব পোশাক, জুতা, গহনা বা পারফিউমের প্রতিষ্ঠান। এরকম কিছু বিশ্বমানের ব্রান্ডের নাম এবং তাদের পণ্য জেনে নিন। লিখেছেনÑ টুটূল মাহফুজ
×