ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে আউশ আবাদে আগ্রহী নন কৃষক

প্রকাশিত: ০৪:১৫, ৬ আগস্ট ২০১৬

কেশবপুরে আউশ আবাদে আগ্রহী নন কৃষক

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৫ আগস্ট ॥ কৃষকরা আউশ আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধানের দাম কম ও আশানুরূপ ফলন না পাওয়ায় তারা আউশ আবাদ করছে না। কৃষি বিভাগ নানাভাবে সহায়তা করেও কৃষকদের আউশ আবাদে উদ্বুদ্ধ করতে পারছে না। কৃষি বিভাগ ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানোর লক্ষ্যে আউশ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার অংশ হিসেবে চলতি বছরে কেশবপুরে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার প্রণোদনা দিয়েছে। স্থানীয় কৃষি অফিসের সঠিক দিক নির্দেশনার অভাব এবং চরম গাফিলতির কারণে এবং প্রণোদনার টাকা প্রকৃত চাষীদের না দেয়ায় আউশ আবাদ ব্যাহত হয়েছে। চলতি আউশ মৌসুমে প্রণোদনা টাকা, বীজ ও সার মাঠ পর্যায়ে সঠিকভাবে বিতরণ হয়নি বলে অভিযোগ উঠেছে। তালিকা করে যাদের কৃষি প্রণোদনার নগদ টাকা, বীজ ও সার দেয়া হয়েছে তাদের আউশ আবাদ করেনি। ফলে আউশ আবাদের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন হয়নি। সোমবার সরেজমিন কেশবপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আউশের আবাদ হয়েছে খুবই কম জমিতে। যারা এক বিঘা জমিতে আউশ আবাদের জন্য কৃষি অফিস থেকে প্রণোদনার টাকা, বীজ ও সার নিয়েছে তারা আবাদ করেছে মাত্র ৫ থেকে ১০ কাঠা জমিতে। আবার অনেক কৃষকই প্রণোদনা নিয়ে কোন আবাদই করেনি। অনেকেই অভিযোগ করেছে উপজেলা কৃষি অফিস প্রণোদনা টাকা, বীজ ও সার প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ না করায় মাঠ পর্যায়ে আউশের আবাদ বাস্তবায়ন হয়নি।
×