বিশেষ প্রতিনিধি ॥ বেসামরিক প্রশাসনের কোন সরকারী চাকরিজীবী চাকরিরত অবস্থায় মারা গেলে তার পরিবারের জন্য আর্থিক অনুদান পাঁচ লাখ থেকে বাড়িয়ে আট লাখ টাকা করা হয়েছে। এছাড়া চাকরিতে থাকাকালে গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা চার লাখ টাকা সহায়তা পাবেন, যা আগে দুই লাখ টাকা ছিল। আর্থিক সহায়তা ও অনুদানের পরিমাণ বাড়িয়ে সরকার সম্প্রতি গেজেট প্রকাশ করেছে, যা গত ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে।