ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশগামীরা নিজ জেলাতেই পাবেন বহির্গমন ছাড়পত্র স্মার্টকার্ড

প্রকাশিত: ০৫:৪১, ১ আগস্ট ২০১৬

বিদেশগামীরা নিজ জেলাতেই পাবেন বহির্গমন ছাড়পত্র স্মার্টকার্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চাকরির উদ্দেশ্যে বিদেশগামীদের ভোগান্তি কমাতে নিজ নিজ জেলাতেই বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রবিবার চট্টগ্রাম থেকে শুরু হলো এ কার্যক্রম। দেশের প্রত্যেকটি জেলায় প্রবাসীদের বহির্গমনে এই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এতে সময় এবং অর্থের অপচয় কমার পাশাপাশি ভোগান্তিও কমবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা অর্জন করে যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন তাদের ভোগান্তি কমাতেই নিজ নিজ জেলা থেকে ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে চট্টগ্রামে প্রবাসীরা সব ধরনের কার্যক্রম নিজ জেলাতেই সম্পন্ন করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও এ সেবা নিশ্চিত করা হচ্ছে। সেবার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকদের অবস্থান ও দেশের অর্থনীতিতে অবদানের প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিশ্বের ১৬১ দেশে বাংলাদেশের প্রায় ১ কোটি নাগরিক কাজ করছে। প্রতিবছর ২০ লাখেরও বেশি কর্মী শ্রম বাজারে যুক্ত হচ্ছে। কিন্তু চাহিদা অনুযায়ী দেশের অভ্যন্তরে তাদের কর্মসংস্থান করা যাচ্ছে না। ফলে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিককে বিদেশের শ্রমবাজারে যেতে হচ্ছে। তাদের পাঠানো রেমিটেন্সে সচল রয়েছে দেশের অর্থনীতি। তিনি এ বছর বিদেশে কর্মী গমনের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরে প্রথম সাত মাসে ৪ লাখ ১৭ হাজার ৯৩৫ জন শ্রমিক বিদেশে গেছে। সরকার নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করছে। সে চেষ্টায় এরই মধ্যে রাশিয়ায় ৪শ’ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া ইউরোপ, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে আমরা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন ও অর্থ) আহমেদ শামীম আল রাজি, ব্যুরো অফিসের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার, রিক্রুটিং এজেন্সি সোহেল এ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ আবু জাফর প্রমুখ। বক্তারা বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশে বলেন, একেবারে সাধারণ শ্রমিক হিসেবে না গিয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে ভাল বেতন ও কাজ পাওয়া যায়। যে কোন বিষয়ে ৬ মাসের ট্রেনিং নিয়ে বিদেশে যাওয়া প্রয়োজন বলে উল্লেখ করে তারা বলেন, দক্ষ শ্রমিক হয়ে বিদেশে গেলে কাজ পেতে সমস্যা হয় না। শুধু তাই নয়, দক্ষ শ্রমিকদের বিদেশে যাওয়ার সব ধরনের খরচ নিয়োগ কর্তা বহন করে থাকে। দক্ষতা অর্জনের জন্য সরকারের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এ ধরনের কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়ে তারা বলেন, যাচাই-বাছাই করে সঠিক পদ্ধতিতে বিদেশে যাবেন। কোন ধরনের দালালের খপ্পরে পড়বেন না।
×